বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কোনো দেশেই নিরঙ্কুশ বাকস্বাধীনতা নেই: জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতাকারীদের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়ে জয় বলেন, ইউরোপীয় দেশগুলোর অনুকরণে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে।

কোনো দেশেই বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই বলেও মন্তব্য করেন জয়।

বিবিসির একটি প্রতিবেদনের লিংক শেয়ার করে জয় বলেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রধান সারির এক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে।

আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

তিনি বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন, তাদের উচিত– তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

কোনো দেশেই বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই মন্তব্য করে জয় আরও বলেন, কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img