‘কোন যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়’, সঙ্গে হ্যাশট্যাগ ‘তাদের সবাইকে মেরে ফেল’। সামাজিক মাধ্যম এক্স-এ ২০২৩ সালের ১৯ নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এসময় তিনি বলছিলেন, ‘একদিন আপনি (বাড়ির) সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন দেখলেন সব শেষ।’
উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা।
সূত্র: দ্য নিউ আরব