ভারতের আবহাওয়া বিভাগ-আইএমডির উদ্যোগে এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে ‘অবিভক্ত ভারত’ শিরোনামে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আমন্ত্রণ পাওয়া অন্য প্রতিবেশী দেশগুলো হচ্ছে আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমার। এছাড়া মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও নিমন্ত্রণ পাঠানো হয়েছে।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে পাকিস্তান নিমন্ত্রণ গ্রহণ করেছে। এছাড়া নিমন্ত্রণ গ্রহণে বাংলাদেশ থেকে নিশ্চয়তার জন্য অপেক্ষা করা হচ্ছে।
আইএমডির এক কর্মকর্তা বলেন, ‘আইএমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ হিসেবে থাকা সব দেশের কর্মকর্তাদের আমরা অনুষ্ঠানে প্রত্যাশা করছি।’
১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হয়। তবে এর আগে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কলকাতা আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর, মাদ্রাজ আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর ও বোম্বে আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
অবিভক্ত ভারতে ভারতীয় আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুতে কলকাতায় এর সদর দপ্তর ছিল। ১৯০৫ সালে এটিকে সিমলায়, ১৯২৮ সালে পুনেতে এবং ১৯৪৪ সালে নয়াদিল্লিতে এর সদর দপ্তর স্থানান্তরিত হয়।