শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

লেবানন-ইয়েমেন ও গাজ্জায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় আরও ২১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একইসঙ্গে লেবানন ও ইয়েমেনে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) গাজ্জার হাসপাতালের জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য সম্ভাব্য “বিপর্যয়কর পরিস্থিতি” সম্পর্কে সতর্ক করেছে।

শুক্রবার ভোর থেকে গাজ্জাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল কর্তৃপক্ষ জানায়।

অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরাইলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসার বন্দরও রয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণে ইসরাইলি বিমান হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছেন এবং ইসরাইলের সামরিক বাহিনী পরে বলেছে, তারা এখনও লেবাননের সাথে “যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ”।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img