বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ত্রিপাক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব

ত্রিপাক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছে ন্যাটো জোটের সদস্য তুরস্ক, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

এ বৈঠকে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম আইএসপিআর জানিয়েছে, “বন্ধুত্বপূর্ণ তিনটি দেশের সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বুদ্ধিবৃত্তিক, প্রযুক্তিগত, আর্থিক এবং মানব সম্পদ একত্রিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে তিন পক্ষই।”

আইএসপিআর আরো জানিয়েছে, আগামী মাসে সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান চলাকালে এ বিষয়ে পরবর্তী বৈঠক হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img