বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ইঞ্জিনিয়ারিং ও শরীয়াহ আইনের ডিগ্রিধারী বশির

স্বৈরাচারী বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ার অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ইঞ্জিনিয়ারিং ও শরীয়াহ আইনের ডিগ্রিধারী মুহাম্মদ আল বশির।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক বার্তায় তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী তিনি, ২০২৫ সালের ১মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদ সরকারের পতনের আগ পর্যন্ত বাশার আল আসাদ ও ইরানের শিয়া আধিপত্য বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

৪১ বছর বয়সী মুহাম্মদ বশির একজন প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ফকিহ বা শরীয়াহ আইনের জ্ঞানসম্পন্ন ব্যক্তি। ইদলিব ইউনিভার্সিটি থেকে তিনি শরীয়াহ আইনের উপর ডিগ্রি নিয়েছে।

২০২৪ এর জানুয়ারিতে তাহরিরুশ শাম যে সরকার গঠন করে, তার প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পূর্বে তিনি গোষ্ঠীটির উন্নয়ন ও মানবিক সহায়তা মন্ত্রণালয়ের হয়ে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: ডি ডাব্লিউ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img