রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

দক্ষিণ এশিয়ার সব স্কুল পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা স্কুলগুলো পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

এদিকে, বাংলাদেশ, ভারত, নেপাল ও আফগানিস্তানের স্কুলগুলো আংশিক খুলে দেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে পুরোদমে ক্লাস চলছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, করোনায় সবচেয়ে দীর্ঘ সময় স্কুল বন্ধ রাখা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। মহামারি শুরুর পর থেকে বাংলাদেশের স্কুলগুলো প্রায় ১৮ মাস বন্ধ ছিল।

২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে গড়ে সাড়ে ৩১ সপ্তাহ স্কুল বন্ধ রাখা হয়।

ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক জর্জ লারইয়া-আজি বলেন, দীর্ঘদিন ধরে এমন এক অঞ্চলে স্কুল বন্ধ রয়েছে, যেখানে দূর থেকে শিক্ষা গ্রহণের শক্তিশালী কোনো ব্যবস্থা নেই। ইন্টারনেট ও প্রযুক্তিগত ডিভাইসগুলো মানুষের হাতের নাগালের অনেকটাই বাইরে। এর ফলে সেখানে শিক্ষার বড় ঘাটতি দেখা যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img