বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আফগানিস্তানের সঙ্কট মোকাবেলায় ওআইসির বিশেষ অধিবেশন ডেকেছে পাকিস্তান

আফগানিস্তান বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনের আয়োজন করছে পাকিস্তান।

আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবেলায় সাহায্য করার জন্য পাকিস্তান আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসির ১৭তম বিশেষ অধিবেশনের আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার পাকিস্তান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানকে জরুরিভাবে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ ২২.৮ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন, এদের মধ্যে ৩.২ মিলিয়ন আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারীরা তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসঙ্ঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩৮ মিলিয়ন লোকের মধ্যে ৬০ শতাংশ ‘তীব্র ক্ষুধার সংকটের’ সম্মুখীন এবং এই পরিস্থিতি প্রতিনিয়তই ভয়াবহ রূপ ধারণ করছে।

ইউএনএইচসিআর’র মতে, আফগানিস্তানে ইতিপূর্বেই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের পরিমাণ ২.৯ মিলিয়ন, সেই সাথে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সাথে সাথে এই পরিস্থিতির আরো অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এটি একটি বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

এই প্রেক্ষাপটে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য ওআইসি শীর্ষ সম্মেলনের সভাপতি সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ওআইসি’র প্রতিষ্ঠাতা সদস্য। ইসলামী উম্মাহর অংশ হিসেবে, আমরা আফগানিস্তানের জনগণের সাথে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। বছরের পর বছর ওআইসি আফগানিস্তানের জনগণের প্রতি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে আসছে। বর্তমানে ওআইসিসহ আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হওয়া প্রয়োজন আফগান জনগণের জন্য। ওআইসি ইসলামী উম্মাহর সম্মিলিত কণ্ঠস্বর, আমাদের আফগান ভাইদের মানবিক চাহিদা মোকাবেলায় ওআইসি তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে এবং সেটা করতে হবে। মানবিক সংকট এড়ানো গেলে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হলে দেশে শান্তি সুসংহত করা সম্ভব। এতে আঞ্চলিক শান্তি লাভ হবে।

এতে আরো বলা হয়, এই অধিবেশনে আমরা একসাথে মিলে আফগান জনগণের অত্যাবশ্যকীয় মানবিক প্রয়োজনগুলো নিশ্চিত করার প্রচেষ্টাকে জোরদার করার জন্য বাস্তবমুখী এবং স্থায়ী ব্যবস্থা তৈরি করতে পারি। এমতাবস্থায় ১৯ ডিসেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দেয়ার জন্য ওআইসি দেশগুলোর সকল পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানাতে পেরে পাকিস্তান আন্তরিকভাবে আনন্দিত। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই বৈঠকে আমাদের সম্মিলিত অংশগ্রহণ আফগান ভাই ও বোনদের জন্য তাৎপর্যপূর্ণ ফলাফল অর্জনে ভূমিকা রাখবে। ইসলামী উম্মাহর এই বৈঠকের মাধ্যমে অন্যান্য আন্তর্জাতিক নেতাদের এগিয়ে আসতে এবং আফগান জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহায্য করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img