বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি ও দলটির নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি চরম অমানবিকতার দেখিয়েছেন। যারা এমন অমানবিকতা প্রদর্শন করেছেন, তাদের প্রতি যে মানবিক আচরণ আমাদের নেত্রী দেখিয়েছেন, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছুই আছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর ১৯৮১ সালে আমাদের নেত্রী দেশে ফেরত এসে ৩২ নম্বর বাড়িতে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান ওই বাড়িতে নেত্রীকে ঢুকতে দেয়নি। তাকে রাস্তায় বসে মিলাদ পড়তে হয়েছিল। তখন মানবাধিকারের কথা মনে ছিল না?

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img