মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট আফগানিস্তানে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে বলে জানিয়েছে তালেবান।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান মুফতী লতিফুল্লাহ হাকিমি এ কথা বলেন।
তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনারা ইতিহাসের নজিরবিহীন অপরাধযজ্ঞ চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা আফগানিস্তানে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, ২০০১ সালে আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা আফগানিস্তান আসে নি। আফগান জনগণের দুর্ভোগ-দুর্দশার পেছনের মূল কারণ হচ্ছে আমেরিকার উপস্থিতি।
মুফতী লতিফুল্লাহ হাকিমি বলেন, আফগানিস্তানে আমেরিকা আবারও যে ভুল করবে না তার নিশ্চয়তা নেই। আমেরিকা ও তার মিত্ররা যদি আবারও ভুল করে, তারা যদি ভবিষ্যতে আবারও আফগানিস্তানে আসে তাহলে তখনও তাদের কৌশলগত পরাজয় হবে।