বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

শরীয়াহ আইনে নারীর ইচ্ছার মূল্যায়ন না থাকার ধারণা ভেঙে দিলো আফগানের ইমারাত সরকার

শরীয়াহ আইনে নারীর ইচ্ছার মূল্যায়ন না থাকার ধারণা ভেঙে দিলো আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।

রবিবার (১০ নভেম্বর) কান্দাহারে এক কন্যার অমতে হতে যাওয়া জোরপূর্বক বিবাহ ঠেকিয়ে দেয় দেশটির আমর-নাহী বা সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিভাগ।

আমর-নাহী বা সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, কান্দাহারের শাহ ওয়ালি কোট জেলার প্রসিকিউরগণ জোরপূর্বক নিজ কন্যাকে বিবাহ দেওয়া থেকে এক পিতাকে থামিয়ে দিয়েছেন। নির্ধারিত পাত্রকে বিবাহে ওই কন্যার মত ছিলো না। এরপরও ওই পাত্রকে বিবাহ করতে তাকে বাধ্য করা হচ্ছিলো। অথচ শরীয়াহ আইনে প্রাপ্ত বয়স্ক কোনো মেয়েকে তার অমতে বিবাহ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইমারাতে ইসলামিয়ার সরকার নারীদের সুরক্ষা ও অধিকারের নিশ্চয়তা দেয়। কেননা কুরআন-সুন্নাহ থেকে উৎসারিত শরীয়াহ আইনে নারীদের মর্যাদা ও অধিকার সুরক্ষিত রয়েছে। তাই আমর-নাহী বিভাগও নারী অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারো এই অধিকার নেই যে সামাজিক প্রথা অনুসরণ করতে গিয়ে নারী অধিকার, বিশেষত শরীয়াহ সম্মত নারী অধিকার লঙ্ঘন করবে।

উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ইসলাম বিদ্বেষী পশ্চিমা রাষ্ট্র এটি প্রচার করে বেড়ায় যে, শরীয়াহ আইনে নারীদের কোনো অধিকার ও ইচ্ছার মূল্যায়ন নেই। নারীদের সাথে দাসীর ন্যায় আচরণ করা হয়। তাদের প্রায় সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়। অথচ এসব প্রচার-প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কেননা ইসলামই পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম এবং এতে সর্বযুগের সর্বশ্রেণীর মানুষের সর্ব বিষয়ের সমাধান রয়েছে।

শরীয়াহ আইনে রাষ্ট্র চালানো আফগান ইমারাত সরকার নিয়েও তারা প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে। এটি প্রচার করে বেড়াচ্ছে যে, নারীদের শিক্ষা থেকে, জীবিকা নির্বাহের কাজকর্ম থেকে বঞ্চিত করছে তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকার। অথচ বাস্তবতা হলো, তারা নারীদের জন্য প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে সরে এসে বিশেষায়িত শিক্ষা পদ্ধতির দিকে এগুচ্ছেন। শরীয়াহ আইনের অনুসরণে শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত বিশাল বিশাল নারী বাণিজ্য কেন্দ্র, নারী হাসপাতাল ও বিনোদন পার্ক গড়ে তুলেছেন। প্রশাসনিক কাজকর্ম ও আইন সংস্থায় সেবা নিতে নারীদের যেনো কোনো বিড়ম্বনায় না পড়তে হয়, রাখা হয়েছে নারী ইউনিট।

সূত্র: আরটিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img