শনিবার | ৫ জুলাই | ২০২৫

খালেদা জিয়ার নামে দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলার বাদী আটক

spot_imgspot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহী মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখন কোনো কিছু জানাচ্ছি না। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।

মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img