বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল; প্রায় সাড়ে ৪ হাজার জনই হলো শিশু

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ১০ হাজার ৮১২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ছোট এ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু। গতকাল সব মিলিয়ে ১০ হাজার ৫৬৯ জনের নিহতের তথ্য জানিয়েছিল গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজ্জায় হামলা শুরু করে ইসরাইল। যা এক মাসেরও বেশি সময় ধরে চলছে।

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে ৭ অক্টোবর অভিযান চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের চলা দুই-তিনদিনের সেই অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হন। যার মধ্যে ৩৫০ জনেরও বেশি ছিল ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য।

অবৈধ বসতিতে হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরাইল।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img