শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আওয়ামী লীগই নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে: নুর

আওয়ামী লীগই নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করে স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, নূর হোসেনের আত্মত্যাগ ৯০’র গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নূরের রক্তের সঙ্গে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে। স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহাস্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণঅধিকার পরিষদ কাজ করে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img