বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগ ততদিন থাকবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করে না। জনগণের জন্য রাজনীতি করে। জনগণের কল্যাণের জন্যই এই দলটির জন্ম। জনগণ যত বার চাইবে, ততবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এ দলটির শেকড় অনেক গভীরে। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা গয়েশ্বর রায়ের এক বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। স্বাধীন বাংলাদেশ আজকে যে অবস্থানে দাঁড়িয়েছে তার সম্পূর্ণ অবদান আওয়ামী লীগের।
তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন হয়েছে। বাকীরা যারাই যেভাবেই ক্ষমতায় ছিল তারা দেশের জন্য, জনগণের জন্য কোন উন্নয়ন করেনি। নিজেদের ভাগ্যের উন্নয়ন ও লুটপাট করেছে। কাজেই আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার দল না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। জনগণই এই দলের শক্তি।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে আওয়ামী লীগ অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এই দলের প্রতি দেশের মানুষের আস্থা আছে। সে কারণেই বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসে। আগামীতেও আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।