কাশ্মীরে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের ধরতে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর অতিরিক্ত ৫ কোম্পানির সেনা মোতায়েন করছে দখলদার ভারত।
বুধবার (১০ নভেম্বর) আগামী এক সপ্তাহের মধ্যে তাদের মোতায়েন করা হবে বলে ‘আজতক’ হিন্দি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
জানা যায়, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীরে সিআরপিএফের অতিরিক্ত ৫ টি কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এরফলে সেখানে ভারতের নিরাপত্তা বাহিনীর মোট ৫৫ টি কোম্পানি থাকবে।
বর্তমানে কাশ্মীরে ভারতের বিএসএফের ২৫ টি এবং সিআরপিএফের ২৫ টি কোম্পানি মোতায়েন আছে। উপত্যকাটিতে চেকিং এবং তল্লাশি অভিযান দখলদার ভারতীয় সেনারা। শ্রীনগরে প্রতিদিন ১৫ হাজার মানুষ এবং ৮ হাজার গাড়ি চেক করা হচ্ছে। এই সময়ে, সিসিটিভি, ড্রোনসহ সমস্ত প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে। যেসব জায়গায় সংখ্যালঘু (অমুসলিম) ও অ-কাশ্মীরিরা বাস করে, সেখানে বেশি করে চেক করা হচ্ছে।