প্রধান বিচারপতির সমন পেয়ে আদালতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানে কেউই আইনের উর্ধে নয় এবং আমি আইনের শাসনে বিশ্বাস করি। আদালতের নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
বুধবার (১০ নভেম্বর) পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে জঙ্গি হামলা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি গুলজার আহমেদ ইমরান খানকে আদালতে তলব করলে তিনি দেশটির সর্বোচ্চ আদালতে হাজির হয়ে এই মন্তব্য করেন।
পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করে।
এর আগে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান প্রধানমন্ত্রীর হাজির হওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিলেন। তবে সরকারের আইনজীবীর আবেদনে ক্ষোভ প্রকাশ করে আদালত ইমরান খানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সমন পেয়ে ইমরান খান দ্রুত হাজির হন আদালতে।