চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার মাঠ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে মাহে রবিউল আউয়াল উপলক্ষে ৯ দিন ব্যাপী “চট্টগ্রাম ইসলামী বইমেলা ২০২৩”।
আগামী বৃহস্পতিবার (১২ অক্টোবর) মুফতী শায়েখ হারুন ইজহারের তত্বাবধানে আস সুন্নাহ বুকশপ এবং হ্যাভেন মার্ট এর সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
জানা যায়, প্রতিদিন দুপুর ২:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত, জুমাবার সকাল ১০টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত ও প্রতিদিন শুরুর ২ঘন্টা শুধুমাত্র বোনদের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর (জুমাবার) শেষ হওয়ার কথা রয়েছে।
বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ : সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সমকালীন প্রকাশন, আবরণ প্রকাশনী, আয়ান প্রকাশন, মিরর পাবলিকেশন, রাহনুমা প্রকাশনী, আযান প্রকাশনী, নবপ্রকাশ, সন্দীপন প্রকাশন, হুদহুদ প্রকাশন, উমেদ প্রকাশন, দারুল আরকাম চেতনা প্রকাশন, সত্যয়ন প্রকাশন, পথিক প্রকাশন, মুহাম্মদ পাবলিকেশন, দারুল ফালাহ, আলোকিত প্রকাশনী, মাকতাবাতুল ইত্তিহাদ, আস-সুন্নাহ বুকশপ, হ্যাভেন মার্ট ও পেনফিল্ড পাবলিকেশন।