পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শনিবার (৮ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে “মোর এফ্রেম সিরিয়াক অর্থোডক্স চার্চ”-এর উদ্বোধন পরবর্তী এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুসালেম। বিষয়টি আর বিলম্বিত করা যাবে না।
তিনি আরো বলেন, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে বদ্ধপরিকর তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের জন্য জেরুসালেম শহরটির গুরুত্ব তুলে ধরে বলেন, “ফিলিস্তিন ইস্যু আমাদের এই অঞ্চলের সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা শান্তি কামনা করে যাব তাদের প্রতি।”
সূত্র: মিডল ইস্ট মনিটর