বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

হামাস-ইসরাইল যুদ্ধে না জড়ানোর জন্য ইরানকে সতর্ক করল আমেরিকা

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের চলমান যুদ্ধে ইতোমধ্যে তেল আবিবের সমর্থনে পৃথিবীর সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠালেও এ যুদ্ধে ইরানকে না জড়ানোর জন্য সতর্ক করেছে আমেরিকা।

আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ. ব্রাউন জুনিয়র সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইরানের জন্য তার বার্তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ যুদ্ধে জড়িত না হওয়া।”

ইসরাইল-হামাস যুদ্ধ অন্যান্য দেশের মধ্যেও বিস্তৃত হোক তা চাচ্ছেন না শীর্ষ এই মার্কিন জেনারেল। তবে ইতোমধ্যে ইসরাইলের সমর্থনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে পাঠিয়েছে আমেরিকা। এছাড়াও বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এফ-১৬ ইসরাইলের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমেরিকার এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভক বলেছেন, এ যুদ্ধে তৃতীয় পক্ষের প্রবেশের উচ্চ ঝুঁকি রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img