বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইসরাইলকে বয়কটের আহ্বান জানালেন কুয়েতের ৪৫ এমপি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সমর্থন জানালেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য (এমপি)। একই সঙ্গে তারা আরব দেশগুলোর প্রতি দখলদার ইসরাইলকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে কুয়েতের সংসদ সদস্যরা বলেন, “ফিলিস্তিনিদের কাছে এই ধরনের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চলমান ঘটনা ইসরায়েলি দখলদারি অপরাধের বিরুদ্ধে এক স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য একটি বৈধ কাজ।”

কুয়েতের সংসদ সদস্যরা ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামে সমর্থন দিতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনকে সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের জন্য আরব ও মুসলিম দেশগুলোর সরকারের কাছে আবেদন জানিয়ে তারা বলেন, “আমরা কুয়েতের জনগণের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী। কারণ, তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না।”

এর আগে শনিবার কুয়েতের নাগরিকরা কুয়েত সিটির ইরাদাহ স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অপারেশন আল-আকসা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন। এতে শত শত কুয়েতি নাগরিক অংশ নেন। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছিল কুয়েতের আবরাজ টাওয়ার।

এদিকে, ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের সমর্থনে কুয়েতের অবস্থানকে সাধুবাদ জানিয়েছে হামাস।

উল্লেখ্য; গত শনিবার ভোরে ইতিহাসের প্রথম বার ইসরাইলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করেফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরাইলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিন।

সূত্র: কুয়েত নিউজ এজেন্সি, আরব টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img