রবিবার | ১৩ জুলাই | ২০২৫

সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক। তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত রোববার (৯ অক্টোবর) সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির প্রাণহানি প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। কয়দিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img