বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

মেয়র তাপসের গাড়ি আটকে দিলেন কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে কঠোরভাবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর ফলে বেশিরভাগ স্থানে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ দিন সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গাড়িবহরও আটকে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গমার্কেট এলাকায় মেয়র তাপসের গাড়িবহর আটকে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মেয়রের গাড়িবহরে থাকা পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাদের আটকে রাখা হয়।

এর আগে, বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনের ১০ম দিনে এই কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা।

সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী, আজ সারাদিন দেশের সবগুলো গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করার কথা জানান শিক্ষার্থীরা। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img