বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

তেহরানে শিগগিরি চালু হবে আজারবাইজানের দূতাবাস

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে প্রতিবেশী দেশ আজারবাইজানের দূতাবাস শিগগিরি আবার চালু করা হবে বলে ঘোষনা ‍দিয়েছে ইরান।

মঙ্গলবার (৯ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের প্রধান মুজতবা দেমিরচিলু এই ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তেহরানে আজারবাইজানের দূতাবাস আবার চালু হবে এবং আজারবাইজানের রাষ্ট্রদূত তেহরানে ফিরে আসবেন।

গত বছরের জানুয়ারি মাসে তেহরানে আজারবাইজানের দূতাবাসে একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজারবাইজান কর্তৃপক্ষ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং তাতে দেখা যায় ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দূতাবাসে হামলার ঘটনা ঘটে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img