রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

এবার শুল্ক ছাড়াই ফিলিস্তিনি পণ্য প্রবেশ করবে ব্রাজিলে

দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মার্কোসুর চুক্তিতে আবদ্ধ দেশগুলোর সাথে শুল্কহীন বাণিজ্য করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে ফিলিস্তিনকে। যার ফলে এখন থেকে শুল্ক ছাড়াই ফিলিস্তিনি পণ্য প্রবেশ করবে ব্রাজিলে। এই বাণিজ্য ব্লকের অন্য তিনটি দেশ হলো আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এই ব্লকের মোট চারটি দেশ লাতিন আমেরিকার ৭৬ শতাংশ জিডিপি তৈরিতে অবদান রাখে। যার মোট জনসংখ্যা ২৭ কোটি।

গতকাল উরুগুয়েতে অনুষ্ঠিত মার্কোসুরের ৬৪ তম সম্মেলনে বিষয়টির ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার মতে, এই গ্রুপের মধ্যে প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে শুল্কমুক্ত বাণিজ্য করার অনুমোদন দিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ফিলিস্তিন রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করার উদ্দেশ্যেই এই চুক্তিটি করা হয়েছে, যার মাধ্যমে তারা যেন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ ও সুরালোভাবে সহাবস্থান করতে পারে।”

ব্রাজিলের স্থানীয় পত্রিকা গুলোতে বলা হয়েছে, গাজ্জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করার পরপরই এমন অনুমোদন দেওয়া হল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img