রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমেরিকার রেখে যাওয়া ১২৫ টি সামরিক যান মেরামত করল আফগানিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া ১২৫টি সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
২১৫ আজম ক্রপসের টেকনিক্যাল টিম দ্বারা এই কাজটি সম্পন্ন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, মেরামত করা এসব সামরিক যানের মধ্যে ১০৫ টি হামভি ট্রাক রয়েছে। আর বাকিগুলো হামভি অ্যাম্বুলেন্স।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাইতুল মালের সকল সম্পদ রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ আফগানিস্তানের সকল সেন্য সদস্য।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ইমারাত প্রতিষ্ঠার পরপরই বহু সামরিক যান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টার মেরামত করার জন্য কাবুলে নিয়ে আসা হয়। মেরামতের পর দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পুনরায় স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পলায়নের পর আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী যখন দেশটির একের পর এক শহরে আত্মসমর্পণ করছিল, তখন তালেবানরা তাদের কাছ থেকে এসব অত্যাধুনিক সব অস্ত্র জব্দের সুযোগ পায়।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img