বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

টিলা ধসে নিখোঁজ হওয়া একই পরিবারের ৩ জন নিহত

সিলেট নগরের চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মাটি চাপায় নিখোঁজ হওয়া একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

আজ সোমবার (১০ জুন) সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ ২ নম্বর সড়কের ৮৯ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও তাদের দুই বছরের ছেলে নাফজি তানিম।

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, দুই ভাই আব্দুর রহিম ও আব্দুল করিমসহ তাদের পরিবারের ছয় সদস্য ওই বাড়তে থাকতেন। সকাল ৬টার দিকে টিলা ধসের ঘটনায় তারা মাটি চাপা পড়েন।
আব্দুর রহিম, তার স্ত্রী ও সন্তানকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
কিন্তু আব্দুল করিম ও তার স্ত্রী এবং ছেলে নিখোঁজ ছিলেন। পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়ে নিখোঁজ তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img