মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

মেয়ের লাশ কাঁধে নিয়ে ৩৫ কি.মি. পাড়ি দিলেন বাবা

spot_imgspot_img

ময়নাতদন্তের জন্য খাটিয়ায় করে মেয়ের লাশ বহন করে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক পিতা। প্রায় ৭ ঘণ্টা হাঁটার পর হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের সিংগ্রাইল জেলায়।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন।

বুধবার (৫ মে) গাডাই গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী এক কিশোরী।

জানা গেছে, পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে। আর নিকটস্থ হাসপাতালটি ৩৫ কিলোমিটার দূরে। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া নিতে পারেনি।

কিশোরীর বাবা ধীরাপতি সিং বলেন, খাটিয়া কাঁধে বহন করে আমরা সকাল ৯টায় রওয়ানা দিয়েছিলাম। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হই। আমরা খুবই অসুস্থ বোধ করেছিলাম। কেউ কোনো সমাধান দেয়নি।

পুলিশ কর্মকার্তা অরুণ সিং বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করে দেয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তাই তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img