করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পূর্ব সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বেসরকারি ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মুহাম্মাদ সবুজ খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এ সময় খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডা. মামুন একটি সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তার (খালেদা জিয়ার) কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।
বর্তমানে জামিনে রয়েছেন খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে।