মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার (৯ এপ্রিল) রাতভর অভিযান ও শনিবার (১০ এপ্রিল) সকালে নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৬০ জন মারা গেছেন। বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সকলের মরদেহ সংগ্রহ করতে পারেনি। মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি আমরা মর্টার শেলও পেয়েছি।
মেশিনগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল বলা হচ্ছে।
এর আগের তথ্য অনুযায়ী দেশটিতে মোট ৬০৯ জন নিহত হয়েছিলেন। এখন নিহতের সংখ্যা বেড়ে ৬৬৯ জন হলো।