গত ২৯ ডিসেম্বর, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই মামলার বিরুদ্ধে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের মতে, এই মামলাটি ‘মেধাশূন্য’ ও ‘অযোগ্য।’
মঙ্গলবার (৮ জানুয়ারি) তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ব্লিংকেনের মতে, দক্ষিণ আফ্রিকার দেওয়া এই ধরনের অভিযোগ বিশ্বের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পথে বিঘ্ন সৃষ্টি করে।
তিনি আরো বলেন, “এটা সত্যিই অপ্রীতিকর যে, হামাস, হিজবুল্লাহ আর হুথিরা মিলে ইসরাইলের উপর হামলা চালাচ্ছে। সেই সঙ্গে সরাসরি ইসরাইলকে ধ্বংস ও ইহুদি জনগোষ্ঠীকে হত্যার আহ্বান জানাচ্ছে। আর এদের সমর্থন যোগাচ্ছে ইরান।”
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ব্লিংকেনের এটি চতুর্থ মধ্যপ্রাচ্য সফর।
সূত্র: মিডল ইস্ট মনিটর