গাজ্জা উপত্যকায় গত ২ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। আর এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞের সাথে তুলনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
শুক্রবার (৮ ডিসেম্বর) স্পেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘আরটিভিই’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
জোসেফ বোরেলের মতে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞের চেয়ে ‘বেশি’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানের পরিস্থিতি ইসরাইল-ফিলিস্তিন দ্বি- রাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টাকে ‘আরও বেশি কঠিন’ করে তুলেছে।
এছাড়াও তিনি আশা করছেন, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম জুড়ে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ইউরোপ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে
ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ২৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর