গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রসনে ওয়াশিংটনের সমর্থনের জন্য ইরাকে বেড়েই চলেছে মার্কিন বিরোধী মনোভাব। এরই মধ্যে দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে।
দূতাবাসের একজন মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরাকের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ভোরে এ হামলার ঘটনা ঘটে। যেখানে ১৪ টি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে কয়েকটি দূতাবাসের গেটের সামনে পড়েছে।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মুখপাত্র।
উল্লেখ্য, এ হামলার দায় এখনো পর্যন্ত স্বীকার করেনি কোন সংগঠন।
সূত্র: প্রেস টিভি