তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছাড়ছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯ টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে জানা যায়।
জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে কাতার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠবেন তিনি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে কানাডার টরেন্টো যাবে।
ডা. মুরাদ দেশ ছাড়ছেন সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ দেশে থাকবেন না বিদেশে যাবেন এটি তার ব্যাপার। এরপরই পরিষ্কার হয় ডা. মুরাদের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই।