শনিবার | ৫ জুলাই | ২০২৫

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় খালেদা জিয়া, তারেক ও ফখরুলের বিরুদ্ধে মামলা

spot_imgspot_img

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হুকুমদাতা হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,  ভারপ্রাপ্ত  চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

একই মামলায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ আহমেদ বাবুনগরী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মানুনুল হককে মূল আসামি করা হয়েছে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটির আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img