ফিলিস্তিনিদের জন্য ৯০ টন ওজনের চিকিৎসা সামগ্রী, ওষুধ ও খাবারের প্যাকেজ বহনকারী একটি কার্গো বিমান পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজ্জা উপত্যাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। এসময় বিমানবন্দরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি, পাকিস্তানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহমেদ জাওয়াদ রাবি’ই ও মানবাধিকার মন্ত্রী খলিল জর্জ উপস্থিত ছিলেন।
এসময়, ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী জিলানি। পাশাপাশি গাজ্জায় অবিলম্বে ইসরাইলের সহিংসতা বন্ধ ও অবরোধ তুলে নেওয়ার উপর জোর দেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গাজ্জা উপত্যাকার জন্য ১০০ টন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছিল পাকিস্তান।
এদিকে, গাজ্জায় তেল আবিবের সামরিক অভিযান বৃদ্ধির সাথে সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোম্পানি এবং ব্র্যান্ডের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে দেশটির জনগণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিজা হাট, কোক, পেপসির মতো জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে বয়কট করার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
অন্যদিকে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বলেও জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও প্রেস টিভি