আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাক্ষর করা দোহা চুক্তি অনুযায়ী মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে ফিরিয়ে নেবে, এমনটাই আশা করেছে তালেবান।
গত ফেব্রুয়ারিতে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সেনা প্রত্যহারের বিনিময়ে আমেরিকাকে নিরাপত্তা গ্যারান্টি দেবে তালেবান।
অবশ্য, আফগানিস্তানের অনেকে মনে করছেন যে বাইডেন সেনা প্রত্যহারের ব্যাপারে ট্রাম্পের মতো তাড়াহুড়া করবেন না।
রোববার (৮ নভেম্বর) তালিবান মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, আমরা আমেরিকা সরকারের সঙ্গে চুক্তি করেছি, কোন ব্যক্তির সঙ্গে নয়।
তিনি বলেন, যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দুর্বল না হয়ে বরং আরো জোরদার হবে বলে আমরা আশা করব।
চুক্তি অনুযায়ী ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে।
আমেরিকার সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধের অবসানে ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিপ্রস্তর ছিলো সেনা প্রত্যাহার।
চুক্তি সইয়ের পর থেকে মার্কিন সেনাবাহিনী বেশ কিছু ঘাঁটি ভেঙ্গে দিয়েছে এবং কয়েক হাজার সেনা দেশে ফিরে গেছে।
সূত্র: এএফপি