মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জনকল্যাণে পাক সরকারকে যে উপদেশ দিল আফগানিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন দল ও বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে চলমান সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। এমন পরিস্থিতিতে পাক সরকারের প্রতি বেশ কিছু পরামর্শ তুলে ধরেছে আফগান সরকার।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এক এক্স বার্তায় এ পরামর্শ তুলে ধরেন।

এক্স বার্তায় তিনি বলেন, পাকিস্তানের চলমান অস্থিরতা একটি উদ্বেগ জনক পর্যায়ে পৌঁছেছে, যা অত্র অঞ্চলের স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের উচিত জনগণের সাথে আলোচনায় বসা। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে ন্যায্য দাবিগুলো খতিয়ে দেখাই হল সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায়। গঠনমূলক আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর ফলে চ্যালেঞ্জ আরো বেড়ে যায়।

বালখি আরো জানান, পাকিস্তানের চলমান পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তান। সেই সঙ্গে তিনি আশা করছেন পাকিস্তানের খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img