মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

রাশিয়ার যে সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করল আফগানিস্তান

খুব শীঘ্রই সন্ত্রাসী তালিকা থেকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অফিসিয়াল কর্মীদের নাম বাদ দিতে যাচ্ছে রাশিয়া।

মঙ্গলবার (৮ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে রাশিয়ার গণমাধ্যমগুলো।

এদিকে, মস্কোর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার এমন সিদ্ধান্ত উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।

আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামিদুল্লাহ ফিরাত বলেন, সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানকে বাদ দেওয়ার জন্য রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, “প্রতিটি দেশের সাথে সু-সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ কাবুল। সেই সঙ্গে আফগানিস্তান আলোচনায় বিশ্বাস করে। কারণ এতে সকল পক্ষের উপকার হয়।”

উল্লেখ্য, আফগানিস্তানকে সর্বপ্রথম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় কাজাখস্তান।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img