বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গত রাতে গাজ্জায় এক মিনিটের জন্যও থামেনি ইসরাইলী বোমা হামলা

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় দিন রাতেও গাজ্জা উপত্যকা জুড়ে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলী বাহিনী। এ হামলা এক মিনিটের জন্যও থামেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গাজ্জার বাসিন্দা রেফাত আল আরির কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বলেন, গত রাতে ইসরাইলী বোমা হামলা “এক মিনিটের জন্যও” থামেনি।

তিনি বলেন, “গাজ্জায় বসবাসরত প্রতিটি ফিলিস্তিনিকেই লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে ইসরাইলি বাহিনী। আমরা শুধুমাত্র বাচ্চাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে বাইরে যাই। সবাই বাসার ভেতরে অবস্থান করছে যদিও তা পুরোপুরি নিরাপদ নয়। আমরা যেখানেই থাকি না কেন, ইসরায়েল আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করতে পারে।”

তিনি বলেন, “বোমাবর্ষণের মাধ্যমে ইসরাইল জোরপূর্বক আমাদের বাস্তুচ্যুত করছে এবং অন্য জায়গায় চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। পুরো গাজ্জা উপত্যকা জুড়ে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ নিরাপদে অবস্থান করতে পারে।”

উল্লেখ্য; জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলার কারণে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img