বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ইসরাইলী হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

গাজ্জায় ইসরাইলী বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবনলক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুমান করছে, গাজার ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন আশ্রয় নিয়েছে।

গাজ্জার সশস্ত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে সমন্বিত হামলা চালানোর পর ইসরায়েল দরিদ্রপীড়িত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

গাজ্জা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস এবং কয়েক দিনের মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরাইলী বিমান হামলায় একই পরিবারের ১৯ জন শহীদ হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img