বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ফিলিস্তিনে ইসরাইলের বিমান হামলায় ইসলামী আন্দোলনের নিন্দা

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলী বাহিনীর বিমান হামলায় গভীল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, শনিবার থেকে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী যেভাবে প্যালেস্টাইনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন।

মুফতী রেজাউল করীম বলেন, এই হামলার জন্য ও চলমান সহিংসতার জন্য ইসরাইল একাই দায়ী। প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপর এভাবে অব্যাহতভাবে হামলা চালিয়ে বর্তমান ইসরাইলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে। সন্ত্রাসী ইসরাইলি হামলা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইসরাইলের প্রতি মার্কিনের বর্তমান বাইডেন প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে প্যালেস্টাইনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীকে স্তব্ধ করে দিতে চাইছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক সাহায্য দিয়ে ইসরাইলী বাহিনীর এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রেখেছে। অথচ তারাই কথায় কথায় বিশ্ববাসীকে সন্ত্রাসের বিরুদ্ধে জ্ঞান দেয়। ইসরাইল বিশ্বের জন্য এক বিষফোঁড়া। কাজেই ইসরাইলকে এখনই দমিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসাথে প্যালেস্টাইন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। আজ বর্তমান সরকারের উচিত এই হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা।

চরমোনাই পীর সৌদী আরব, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়াসহ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে ইসরাইলী হায়েনাদের রুখে দিয়ে ফিলিস্তিনকে মুক্তির আন্দোলন জোরালো করার আহ্বান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img