নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীদেরর মাঝে মহানবী সাল্লাল্লাহু আলালিহি ওয়া সাল্লাম-এর জীবনীগ্রন্থ বিতরণ করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাক্টিভ ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় ‘সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলালিহি ওয়া সাল্লাম-এর জীবন ও কর্ম’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চাটখিল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ ৬০টি প্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এক হাজার ২৩২ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে মনোনীত করে পুরস্কৃত করা হয়।