ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাস শহরের একটি শরণার্থী শিবিরের কাছে গোলাগুলির সময় এক ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইজরাইলি সেনা নিহত এবং ২জন আহত হয়েছে। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জান গেছে।
রোববার (৯ অক্টোবর) সকালে ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শুয়াফাত শরণার্থী শিবির চেকপয়েন্টে গোলাগুলিতে এসব সেনা হতাহত হয়। ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে ফিলিস্তিনের শিহাব সংবাদ মাধ্যম।
খবরে বলা হয়েছে, একটি সশস্ত্র গ্রুপ চেক পয়েন্টের দিকে পায়ে হেটে যায় এবং তারা ইসরাইলি সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এছাড়া, এ সময় একটি গাড়ি থেকেও চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। গোলাগুলিতে একজন মহিলা সেনা নিহত হয়েছে।
ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা চেক পয়েন্টে অভিযান চালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হয়েছে।
সূত্র: পার্সটুডে