মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

চীনে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং শক্তিশালী করতে বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) চীনের শেনজেন শহরে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয়তাবাদী আদর্শই আমাদের শক্তি এবং এই শক্তির জোরেই আমরা সফল হতে পারব। আসুন আমরা সবাই মিলে একযোগে কাজ করি এবং দলের গতিশীলতা বাড়িয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলি।

তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে চীনে বিএনপির কোনো কমিটি নেই। একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলের আদর্শিক আন্দোলন প্রবাসে আরও সুদৃঢ় করতে হবে।

মুহাম্মাদ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ সাখাওয়াত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চীন শাখার নেতৃবৃন্দ আসিফ হক রুপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, হাসমত আলী মৃধা জেমস এবং মনোয়ার মোহাম্মদ বায়েজিদ প্রমুখ।

মতবিনিময় সভায় ৫০ জনেরও বেশি বিএনপির বৃহত্তর চীন শাখার নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে অনুষ্ঠান করতে পেরে খুশি চীন শাখার নেতাকর্মীরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img