ভারতে যে ৭ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার ফলকে ইন্ডিয়া জোটের বড় জয় বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার ধনপুর ও বক্সানগর, কেরালার পুদুপল্লি, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর এবং উত্তর প্রদেশের ঘোসি আসনে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবার তার ফল প্রকাশ হচ্ছে।
পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছিল। এই আসন থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়ী হয়েছেন। তিনি বিজেপির তাপসী রায়কে পরাজিত করেছেন।
এ পর্যন্ত ফলাফলে প্রকাশ- ৭টি আসনের মধ্যে ৪টিতে বিজেপি পরাজিত হচ্ছে। ৩টি আসনে বিরোধীরা অর্থাৎ কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।
ঝাড়খণ্ডের ডুমরি কেন্দ্রে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবী দেবী, কেরালার পুদুপল্লি কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের চণ্ডী ওমেন। ত্রিপুরার বক্সানগর ও ধনপুর কেন্দ্রে জয়ী হয়েছেন যথাক্রমে তাফাজ্জাল হোসাইন এবং বিন্দু দেবনাথ। এরা উভয়েই বিজেপি প্রার্থী। উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে বিজেপির পার্বতী দাস জয়ী হয়েছেন। উত্তর প্রদেশের ঘোসী কেন্দ্রে বিজেপি প্রার্থী হারিয়েছেন সমাজবাদী পার্টির সুধাকর সিং।
উপনির্বাচনের ফলকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বড় জয় বলে অভিহিত করেছেন। উপনির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে জয় প্রসঙ্গে মমতা বলেন, এটা সারা বাংলার জয়। সারা ভারতে যে ৭টা আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ৪টি আসনে বিজেপি পরাজিত হয়েছে। বিজেপিশাসিত উত্তর প্রদেশের মতো জায়গাতেও বিজেপি হেরেছে। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক আমি এটাই চাই।’
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোটের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে মানুষ আমাদের সঙ্গে আছেন। লোকসভা ভোটে পাশার দান উল্টে যাবে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে হারতে হয়েছে সমাজবাদী পার্টির কাছে।