রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

চীন-বাংলাদেশ হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব : শেখ হাসিনা

চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন-বাংলাদেশ হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তিনি চীনের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ মঙ্গলবার (৯ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা, এমন অবস্থায় চীনের বিনিয়োগকারীদের জন্য বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে উল্লেখ করে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এসময়, বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানির মধ্যে ১৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। যেখানে চারটি সমঝোতা স্মারকের অধীনে বাংলাদেশে ৪৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

সম্মেলনে বেশ কয়েকজন মন্ত্রী ও বেসরকারি খাতের নেতারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img