বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ

কুয়েতে ২৩ হাজার বোতল জমজমের নকল পানি জব্দ করা হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিচালিত অভিযানে এসব পানির বোতল জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত সরঞ্জাম।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটার পরিমাপের ২৩ হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পান।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সৌদি আরবের আবে জমজম কূপের পবিত্র পানি সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত ভক্তি ও মর্যাদাপূর্ণ পানীয়। বছরব্যাপী এর চাহিদা থাকলেও হজের মৌসুমে এই পানির চাহিদা সবচেয়ে বেশি হয়।

সূত্র : গালফ নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img