ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | মাহবুবুুল মান্নান
মাদক, সন্ত্রাস, নিরক্ষর, অপসংস্কৃতি ও দারিদ্র মুক্ত সমাজ গড়ার প্রত্যায়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ডলুকুলের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন নিউ স্টার সোসাইটি ক্লাব।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুছ আল হাবিব ইনসাফকে জানিয়েছেন, নিউ স্টার সোসাইটি ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুছ আল হাবিব, সভাপতি মুহাম্মদ মুদ্দাচ্ছিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরান এক শুভেচ্ছা বার্তায় সাধারণ/আজীবন সদস্যবৃন্দ, প্রবাসী, দায়িত্বশীল নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীসহ চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ, ২০১২ সালের ৫ জুন সাতকানিয়া ডলুকুলে খতমে কুরআন ও দোয়া মাহফিলসসহ দুইশত পরিবারকে মিষ্টি বিতরণের মধ্যদিয়ে নিউ স্টার সোসাইটি ক্লাব নামক এই সংগঠনের যাত্রা হয়।