বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

পশ্চিম তীরের অব্যাহত রয়েছে গণ-গ্রেফতার; গত ২৪ ঘন্টায় আটক ১৫ ফিলিস্তিনি

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অব্যাহত রয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণ-গ্রেফতার অভিযান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এবিষয়ে একটি বিবৃতি দেয় ফিলিস্তিনি বন্দী ও বন্দী অধিকার রক্ষা বিষয়ক সংস্থা প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব।

বিবৃতিতে, গত ২৪ ঘন্টায় পশ্চিম তীর থেকে নিরীহ ১৫ ফিলিস্তিনিকে আটক করার কথা জানানো হয়। ইসরাইলী কারাগারে সর্বমোট বন্দীর সংখ্যা ৬ হাজার ৯৪০ এ গিয়ে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজ্জা গণহত্যা ও পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ইসরাইলের দ্বারা সংগঠিত অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।

উল্লেখ্য, গাজ্জা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১০৭ ফিলিস্তিনিকে শহীদ ও ১৪২ জনকে আহত করেছে ইসরাইল। এজন্য ১৩টি গণহত্যা অভিযান পরিচালনা করে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

সর্বমোট শহীদের সংখ্যা বেড়ে ২৭,৯৪৭ জনে ও আহত ৬৭,৪৫৯ জনে গিয়ে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img